নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ লোকসভায় কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করেন, “আগামী এক বছরের মধ্যে জাতীয় সড়কের সমস্ত টোল প্লাজা সরিয়ে তার পরিবর্তে জাতীয় সড়কে GPS লাগানো হবে। আর গাড়িতে লাগানো Fast Tag প্রয়োগ করে টোল সংগ্রহ করা হবে”।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “পূর্ববর্তী সরকারের আমলে শহরের একাধিক সড়কে টোল প্লাজা স্থাপন করা হয়েছিল। যা অন্যায় ও ভুল। তাই ইতিমধ্যেই বর্তমান সরকার টোল প্লাজার অপসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে”।
Fast Tag এর মাধ্যমে যেমন পথ চলতি গাড়ি থেকে টোল সংগ্রহ করা হবে অর্থাৎ টোল প্লাজায় থেমে যানজটের মধ্যে পড়তে হবে না তেমনই জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করার সময় GPS এর সাহায্যে ক্যামেরার আরোহীর ছবি তোলা হবে। এছাড়া গাড়ি কোথায় থামছে তার উপরেও নজরদারি রাখা থাকবে।
এমনকি মানুষও রাস্তার উপর দিয়ে যাতায়াত করে তাই এবার থেকে তাদেরকেও টোল দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি।