মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার আগরপাড়ার আজাদহিন্দ নগরে এক জন ব্যক্তি মেয়ের শ্বশুরবাড়ি যেতেই চরম ঘটনা ঘটে গেল। শ্বশুরবাড়িতে গিয়ে মেয়ের উপর জামাইয়ের অত্যাচারের প্রতিবাদ করাই কাল হলো। শেষমেশ জামাইয়ের হাতে মারধর খেয়ে শ্বশুরকে প্রাণে মরতে হলো। মৃত শ্বশুরের নাম অলোক মুখোপাধ্যায়। বয়স ৫০ বছর। আর অভিযুক্তের নাম সৈকত বসু।
 
জানা গিয়েছে, ২০২১ সালে অলোকবাবুর মেয়ে অয়ন্তিকার সাথে পাশের পাড়ার যুবক সৈকতের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়েছিল। অয়ন্তিকার কথায়, “সৈকত কোনো কাজ করতে চাইতে না, শুধু মদ খেয়ে পড়ে থাকত। ওইদিনও মারধরের ঘটনা ঘটে।” আর গত পাঁচদিন ধরে তুমুল অশান্তি চলছিল। এরপর সৈকতের বাবা অয়ন্তিকার বাবাকে ডেকে পাঠিয়েছিলেন। তারপর অলোকবাবু যেতেই জামাই মারধর শুরু করেন। আর খুব জোরে বুকে ঘুষি মারতেই অলোকবাবু মাটিতে লুটিয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here 
এরপর দ্রুত তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করলে হাসপাতালে আনার পথেই অলোকবাবুর মৃত্যু হয়। এদিকে, এই ঘটনার পর থেকে সৈকত বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এদিকে, ঘোলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছান। আর সমগ্র বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে অভিযুক্ত সৈকতের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি পুলিশের তরফে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here 
 
				 
								 
															













