রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের রায়নায় দুই নাবালিকার মৃত্যুর ঘটনায় বাবা হাসিবুল ও হাসিবুলের মা এবং হাসিবুলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকা এক মহিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=1HrXMZuJWLE
Sponsored Ads
Display Your Ads Hereহাসিবুলের স্ত্রী শিউলি বেগমের অভিযোগ, “হাসিবুল পরকিয়ার জন্যই মেয়েদের খুন করেছে। মেয়েদের মুখ চেয়েই যাবতীয় অত্যাচার সহ্য করেছি। অন্য মহিলাকে ঘরে নিয়ে এসেছিল। প্রতিবাদ করায় আমাকেও পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। দগ্ধ শরীর নিয়ে পালাতে বাধ্য হই। আমাকে সরিয়ে মেয়ে দুটোকেও খুন করলো। ওর যেন মৃত্যুদন্ড হয়”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=cwYujnQDEG8
খন্ডঘোষে বাপের বাড়িতে থাকাকালীন মেয়েদের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। গতকাল সকালেই শিউলি বেগম রায়না থানায় অভিযোগ দায়ের করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রতিবেশীদেরও দাবী, “হাসিবুল শিউলিকে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রায়ই অত্যাচার করতো মারধর করতো। হাসিবুলই মেয়ে দু’টিকে মেরে দিয়েছে”।
https://www.youtube.com/watch?v=frkLWzHAtfg
যদিও অভিযোগ অস্বীকার করে হাসিবুলের মা হুসনিহারা বেগমের দাবী, “নাতনীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মারা গেছে। নাতনীদের বাঁচাতে গেয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। সেই সময় ছেলে বাড়িতে ছিলো না”।
https://www.youtube.com/watch?v=9yZWui2MGHE