Indian Prime Time
True News only ....

নুন্যতম সাধ্যের মধ্যে Students দের Job Oriented course এর সেরা ঠিকানা DR. K.R. Adhikary College of Optometry & Paramedical Technology

চয়ন রায়ঃ কলকাতাঃ কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত DR. K.R. Adhikary College of Optometry & Paramedical Technology পড়ুয়াদের জন্য Job Oriented and Self Employed বিভিন্ন Diploma Course, PG Diploma Course ও Certificate Course নিয়ে এসেছে। যেখানে এক-দু’বছরের Course এর মাধ্যমে ছ’মাসের Internship করার সুযোগ রয়েছে।

এখানে Course চলাকালীন Theory এর পাশাপাশি Lab basis Practical Class করানো হয়। এমনকি Students দের পড়াশোনার সাথে সাথে Scholarship এর বন্দোবস্ত রয়েছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের কর্ণধারের হাত ধরে ভবিষ্যৎ এ Students রা আরো অনেক সুযোগ-সুবিধা পেতে চলেছে। যা তাদের চলার পথকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

Get real time updates directly on you device, subscribe now.