Indian Prime Time
True News only ....

বন্ধুকে প্রতারণার দায়ে গ্রেফতার চিকিৎসক ও তার বোন

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এক জন চিকিৎসককে অন্য আরেক জন চিকিৎসক ঠকালেন। প্রায় ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এর জেরে দিল্লি পুলিশের আর্থিক দমন শাখা জালিয়াতির অভিযোগে এমসের চিকিৎসক ও তার বোনকে তামিলনাড়ুর দিন্ডিগুল এলাকায় একটি রিসর্ট থেকে গ্রেফতার করল। ধৃত ব্যক্তিরা হলেন বেঙ্গালুরুর বাসিন্দা চেরিয়ান এবং বোন মীনাক্ষী সিংহ।

জানা গেছে, চেরিয়ান দিল্লির এমস থেকে এমবিবিএস পাশ করেছেন। আর আইআইএম থেকে বিই ও এমবিএ পাশ করেছেন। তারা স্বাস্থ্য পরিষেবায় অ্যাপ নির্ভর ব্যবসা শুরু করতে নয়ডার বাসিন্দা অর্থাৎ বন্ধু চিকিৎসক গন্ধর্ব গোয়েলের সঙ্গে হাত মেলান। কিন্তু যখনই বিনিয়োগ বাড়তে থাকে তখনই জাল নথির সাহায্যে গন্ধর্বকে সংস্থা থেকে বার করে দেওয়া হয়। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পুলিশ তদন্তে নেমে জানতে পারে ‘সিনামসিকা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড’ নামে দিল্লির জাসোলায় যে সংস্থা রয়েছে, গন্ধর্ব তার ডিরেক্টর এবং শেয়ারহোল্ডার ছিলেন। কিন্তু চেরিয়ান ও মিনাক্ষী গন্ধর্বের সই জাল করে ওই সংস্থার ডিরেক্টর এবং শেয়ারহোল্ডার হন। ২০১৯ সালের ডিসেম্বর মাসে ওই সংস্থা লাভজনক হলে আমেরিকায় আরো একটি সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়।

ভারতেরও একটি সহায়ক সংস্থাকে মূল সংস্থার ছাতার তলায় নিয়ে আসা হয়। এছাড়া এই ঘটনায় শেয়ারের সমস্ত চুক্তিপত্র ও একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৭১ এবং ১২০ বি ধারায় চেরিয়ান ও মিনাক্ষীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored