রাজ খানঃ বর্ধমানঃ বিজেপি করার অপরাধে এবার বিজেপির বুথ সভাপতির উপর হামলা করা হলো। এই হামলা চালানোর অভিযোগ তৃণমূলের দিকে।
জানা গেছে, আহত বিজেপি নেতার নাম বুদ্ধদেব ঘোষ। তিনি মঙ্গলকোট লাকুড়িয়া অঞ্চলের ৫২ নম্বর বুথের সভাপতি। এটি বর্ধমানের মঙ্গলকোট লাকুড়িয়া অঞ্চলের আমডোব গ্রামের ঘটনা। তাকে গুরুতর আহত অবস্থায় গুসকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=8PTgBDFsf8M
Sponsored Ads
Display Your Ads Hereবুদ্ধদেব ঘোষের অভিযোগ, “মাঠের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় অতর্কিতে তার উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা লাঠি ও বাঁশ নিয়ে চড়াও হয়। তিনি বিজেপি করেন বলে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।
যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।