উন্নত পরিকাঠামো যুক্ত যথাযথ শিক্ষার সেরা ঠিকানা Bishnupriya College Of Education

Share

চয়ন রায়ঃ উত্তর চব্বিশ পরগণাঃ Elizabeth Warren বলেছিলেন, A good education is a foundation for a better future অর্থাৎ একটি ভালো শিক্ষা একটি উন্নত ভবিষ্যৎ এর জন্য একটি ভিত্তি।
তাই যথাযথ শিক্ষা ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে Bishnupriya College Of Education. যেখানে অত্যন্ত যত্নসহকারে B.ED. ও D.EL.ED course করানো হয়।

 

এখানে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা Students দের যেমন পড়াশোনায় সুদক্ষ করে তোলা হয়, ঠিক তেমনই উন্নত ল্যাবের মাধ্যমে হাতেকলমে কাজ শিখিয়ে আগামী দিনের এক জন শিক্ষক রূপে গড়ে তোলা হয়। আর গতানুগতিক পুঁথিগত বিদ্যার পাশাপাশি এই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক চর্চাও করানো হয়।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930