নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ পঞ্চায়েত ভোটের আগে হাওড়ার আমতা থানার চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরিশদাদপুর এলাকায় রেললাইনের ধারে ধানজমি থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
চন্দ্রপুর পুলিশ ফাঁড়ি ও আমতা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। এদিকে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকেও ডাকা হয়। গতকালের এভাবে বোমা উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়।