মেষ- সপ্তাহের শুরুতে কর্মস্থলে সমস্যা বাড়বে। মানসিক ইচ্ছে পরিণতি পাবে না। মধ্যভাগে কাজ-কর্মে উন্নতির সম্ভাবনা থাকবে। নিজ বুদ্ধির দ্বারা সমস্যার সমাধান হবে। অন্তভাগে ব্যবসায়ীদের জন্য ব্যবসায় কোনো সফলতা আসবে না ফলে মানসিক কষ্ট হবে।
বৃষ- সপ্তাহের শুরুতে দাম্পত্য জীবনে বিবাদের সৃষ্টি। প্রিয়জনদের শারীরিক অসুস্থতার জেরে অর্থ ব্যয় হবে। মধ্যভাগে আত্মীয়-স্বজনদের সাথে বিবাদের ফলে মানসিক অবসাদে ভুগবেন। অন্তভাগে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।
মিথুন- সপ্তাহের শুরুতে বহুদিনের বন্ধুদের সাথে যোগাযোগ হবে। মধ্যভাগে উপকার করে ফলের আশা না করাই শ্রেয়। কর্মক্ষেত্রে সু্যোগ আসবে। অন্তভাগে উচ্চশিক্ষার সু্যোগ আসবে।
কর্কট- সপ্তাহের শুরুতে কাছের কারোর সহায়তায় বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। পরিবারের কারোর শারীরিক অসুস্থতার জেরে ব্যয় ও দুশ্চিন্তা বাড়বে মধ্যভাগে যেকোনো পরিকল্পনা ব্যহত হবে। অন্তভাগে সুব্যবহারের ফলে সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
সিংহ- সপ্তাহের শুরুতে ব্যবসায় সফলতা আসবে। মধ্যভাগে বৈষয়িক ক্ষেত্রে আইনি পরামর্শের প্রয়োজন। অন্তভাগে শিক্ষায় ও কর্মসংস্থানের সুযোগ আসবে। দাম্পত্য কলহের সৃষ্টি হবে।
কন্যা- সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। সংসারে অশান্তি সৃষ্টি হবে। মধ্যভাগে সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের সফলতা আসবে। অন্তভাগে প্রিয়জনদের ব্যবহারে মানসিক বেদনায় কষ্ট পেতে হবে।
তুলা- সপ্তাহের শুরুতে একাধিক ক্ষেত্রে সাফল্য আসবে তবে প্রিয়জনদের শারীরিক সমস্যার জন্য চিন্তা বাড়বে। মধ্যভাগে বহুদিনের অপূর্ণ কাজ পূর্ণতা পাবে। সংযত হয়ে কথা বলতে হবে তা না হলে সমস্যা দেখা দেবে। অন্তভাগে বসবাসের স্থান পরিবর্তন হতে পারে। শারীরিক ব্যথা বেদনা বাড়তে পারে।
বৃশ্চিক- সপ্তাহের শুরুতে জমির ব্যবসায় লাভের যোগ আছে। শারীরিক সমস্যা প্রকোট হবে। মধ্যভাগে কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি পাবে। অন্তভাগে আত্মীয়-পরিজনদের আচরণে সংসারে মনোমালিন্যের সৃষ্টি হবে। সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের সফলতা আসবে।
ধনু- সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে সফলতা আসবে। সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। মধ্যভাগে অশালীন কথার ফলে সামাজিক ক্ষেত্রে বিবাদ তৈরি হতে পারে। অন্তভাগে পারিবারিক সমস্যার সমাধান সহজে হবে না।
মকর- সপ্তাহের শুরুতে বন্ধুর সহায়তায় সাফল্য আসবে। শিল্পকর্মে সফলতা আসবে। মধ্যভাগে নিজের বুদ্ধির জেরে সমস্যার সমাধান হবে ও পরিবারের ভালো হবে।অন্তভাগে উচ্চশিক্ষায় বাধা আসবে এবং আত্মীয়-পরিজনদের সাথে মতান্তরের ফলে মনোমালিন্য তৈরি হবে।
কুম্ভ- সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। দাম্পত্য জীবনে বিবাদের সৃষ্টি হবে। মধ্যভাগে সব দিক না চিন্তা করে পথে কোনো কাজে না এগোনোই ভালো। অন্তভাগে প্রিয়জনদের বিয়ে নিয়ে কথাবার্তা হবে।
মীন- সপ্তাহের শুরুতে পারিবারিক সম্পত্তির সমস্যার সমাধান হবে। ঋণের পরিকল্পনা সফল হবে। মধ্যভাগে কর্মক্ষেত্রে বাধা আসবে। প্রিয়জনদের বিয়ের ব্যাপারে কথাবার্তা হবে। অন্তভাগে জ্যোতিষ চর্চায় আয়ের পথ খুলবে। পায়ের যন্ত্রণা বৃদ্ধি পাওয়ায় হাঁটাচলাতে অসুবিধা হবে।