চয়ন রায়ঃ শিলিগুড়িঃ একদিকে আধুনিক পরিকাঠামো অন্যদিকে যথাযথ শিক্ষার মাধ্যমে ছাত্রীদের Nursing profession এ দক্ষ করে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে Anandaloke Institute Of Nursing Education. এখানে ছাত্রীদেরকে থিয়োরীর পাশাপাশি প্র্যাক্টিক্যালের মাধ্যমে কাজ শিখিয়ে অভিজ্ঞ করে তোলা হয়।
এখানে ছাত্রীদের জন্য হস্টেলের সুব্যবস্থা আছে। পাশাপাশি ছাত্রীদের সুবিধার্থে Student Credit Card এরও সুবন্দোবস্ত রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here