মিনাক্ষী দাসঃ শিলিগুড়িঃ অত্যাধুনিক মেশিনারীর মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ দিন থেকে উত্তরবঙ্গে সাফল্যের সাথে পরিষেবা দিয়ে চলেছে. এখানে শব্দহীন MRI, Denta Scan, Bronchoscopy, Colonoscopy, City Coronary Angiography সহ বিভিন্ন পরীক্ষা করানো হয়।
এর পাশাপাশি এখানে ক্যানসার রোগের চিকিৎসার জন্য Pet CT Scan এর ব্যবস্থা রয়েছে। এছাড়া Gamma camera এর মতো উন্নতমানের মেশিনারীর সাহায্যে বিভিন্নধরণের পরীক্ষা-নিরীক্ষার সুবন্দোবস্ত রয়েছে।