স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ ভোর রাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠলো। অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে। নদীয়ার শান্তিপু্রের ফুলিয়া বুইচা পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
https://www.youtube.com/watch?v=RhGVKEzUh-k
Sponsored Ads
Display Your Ads Hereঅভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মী স্বপন বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে একদল দুষ্কৃতী বোমা ছোঁড়ে। বাড়ির ছাদের সানসেট থেকে বোমাটি না ফেটে বাড়ির মধ্যে গড়িয়ে পড়ে। তাই গোটা পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
https://www.youtube.com/watch?v=NS75O0CuCcE
Sponsored Ads
Display Your Ads Hereবিজেপি কর্মী স্বপন বিশ্বাস জানান, “আমার ৮ মাসের একটি সন্তান রয়েছে। যদি বোমাটি ফাটতো তাহলে বড়োসড়ো ক্ষতি হতে পারতো। আমার পরিবার অল্পের জন্য বড়ো ধরণের ক্ষতির হাত থেকে রেহাই পেল। স্বপন বিশ্বাস অভিযোগ করেন যে এই ঘটনার সাথে তৃণমূলের যোগসাজশ আছে”।
যদিও তৃণমূল বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করে। তৃণমূলের দাবী যে, “তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘৃণ্যতম কাজ করে না। এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=FYaM8Gyy4MI
বৃহস্পতিবার শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তাজা বোমাটি উদ্ধার করে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ফলে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।