চয়ন রায়ঃ কলকাতাঃ দশমীতে ভোর রাতেরবেলা একটি বাইক নিউটাউনে ইকো পার্ক এলাকায় রামমন্দির আইল্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা মারতেই মৃত্যু হয়েছে এক জন বাইক চালকের। আর আহত হয়েছেন এক জন আরোহী।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবক গড়িয়ার বাসিন্দা জয় দাস। এই দুর্ঘটনার পর জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এছাড়া আহত আরোহীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক মত্ত অবস্থায় বাইক চালাচ্ছিলেন।
বেপরোয়া গতির কারণেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code