Indian Prime Time
True News only ....

আপত্তিকর শব্দ প্রয়োগ করে বিপাকে “AK vs AK”

- sponsored -

- sponsored -

ওয়েব ডেস্কঃ অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ অভিনীত সিনেমা ‘একে ভার্সেস একে’ নিয়ে বিতর্ক তুঙ্গে। এই সিনেমাতে ভারতীয় বায়ুসেনার উর্দি পরিহিত অনিল কাপুরকে একাধিক বার অশালীন শব্দ প্রয়োগ করতে দেখা গেছে। তাই বায়ুসেনার পক্ষ থেকে টুইট করে দাবি করা হয়েছে, অপ্রীতিকর দৃশ্যগুলি বাদ দেওয়ার জন্য। টুইটে সিনেমার ট্রেলারটি তুলে ধরে বায়ুসেনা লিখেছেন, এই ভিডিওতে বায়ুসেনার পোশাক ভুল ভাবে পরা হয়েছে ও উর্দি পরিহিত চরিত্রটিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা পুরোপুরি অপ্রীতিকর। এই সিনেমাতে ভারতের সশস্ত্র বাহিনীর আচরণ বিধি মানা হয়নি। উল্লেখিত দৃশ্যগুলি তাই বাদ দেওয়া দরকার।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আগামী ২৪ শে ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে সম্প্রচারিত হওয়ার কথা “AK vs AK”. এই ছবিতে অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ প্রত্যেকেই নিজের বাস্তব জীবনের চরিত্র অভিনয় করছেন। তবে তা অতিরঞ্জিত করে দু’জনের মধ্যে এক ইগোর লড়াই দেখানো হয়েছে।
অনুরাগ আসলে খারাপ চিত্র পরিচালক, তাঁর সিনেমা থেকে অশালীন ভাষা বাদ দেওয়া হলে কিছুই থাকবে না, এমনি দাবি অনিল কাপুরের। এই সিনেমার ট্রেলারটিতে অনুরাগকে “সস্তার তারান্তিনো” বলতে শোনা গেল। ইতিমধ্যেই সিনেমাটির বিষয়বস্তুটিকে ঘিরে যথেষ্ট উত্‍সাহ তৈরি হয়েছে। তবে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে কিছু দৃশ্য বাতিল করার জেরে বক্স অফিসে ছবিটি কতোটা জনপ্রিয় হবে এখন সেটা শুধু সময়ের অপেক্ষা।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored