ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ গত ২৪ ঘন্টায় পাকিস্তান ভারতের ছাব্বিশটি জায়গায় হামলার চেষ্টা করেছে। আর ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে। সেনাবাহিনীর তরফে কর্নেল সোফিয়া কুরেশি এ কথা স্পষ্ট করে দিলেন। ভারত পাকিস্তানের মোট সাতটি জায়গায় আঘাত করেছে। অর্থাৎ পাকিস্তানকে একেবারে বিপর্যস্ত করে ফেলেছে।
আজ সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনা জানায়, “ভারত পাকিস্তানের সাতটি জায়গা ধ্বংস করেছে। এর মধ্যে পাঁচটি বিমানঘাঁটি ও দু’টি রাডার আছে। আর ভারতীয় সেনা যে জায়গাগুলিতে আঘাত করেছে তার মধ্যে সিন্ধ, পাঞ্জাব, সুকুর এয়ার বেস, শিয়ালকোট এয়ার বেস, রফিকি এয়ার বেস (শোরকোট), মুরিদ এয়ার বেস (পঞ্জাবের চাকওয়াল জেলা), রহিম ইয়ার খান এয়ার বেস, চাকলালা ক্যান্টনমেন্ট, চুনিয়ান ক্যান্টনমেন্ট, পাসরুর রাডার সাইট রয়েছে। ভারতের এই পদক্ষেপে পাকিস্তান রীতিমতো সন্ত্রস্ত।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিন ভারতীয় সেনা আবারও অভিযোগ জানিয়েছে যে, “পাকিস্তান অসামরিক বিমানের আড়ালে আন্তর্জাতিক বিমান রুটের অপব্যবহার করে হামলা চালাচ্ছে। ভারতের পশ্চিম সীমান্তে পাক সেনা উপস্থিতি বাড়াচ্ছে। আর সেনাঘাঁটিগুলিকে বারবার নিশানা করা হচ্ছে। তবে অধিকাংশ হামলাই ভারত প্রতিহত করেছে। কিন্তু উধমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়-ক্ষতি হয়েছে। আর কয়েকজন জওয়ান আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here