Indian Prime Time
True News only ....

ওয়াকফ আইন বাতিলের দাবীতে জ্বলছে সুতি

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ ওয়াকফ আইন বাতিলের দাবীতে মুর্শিদাবাদের সুতি রণক্ষেত্রের আকার ধারণ করেছে। মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা, জ্বলছে সরকারী বাস। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়েন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনো পরিস্থিতি নাগালের বাইরে। দাউ দাউ করে একাধিক গাড়ি জ্বলছে। সুতিতে ভারতীয় সংহিতায় ১৬৩ নম্বর ধারা লাগু থাকা সত্ত্বেও তা অমান্য করেই জমায়েত হচ্ছে। বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। ট্রেন চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। এর আগে রঘুনাথগঞ্জের ওমরপুরে পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গত কয়েকদিন ধরে ওয়াকফ আইনের প্রতিবাদে সুতি উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছবি ধরা পড়েছে। এদিন, সুতি ও সামসেরগঞ্জ এলাকার কয়েক হাজার মানুষ মিছিল করে এগোচ্ছিলেন। আর মিছিলে যোগদানকারীরা যখন সাজুর মোড় এলাকার কাছাকাছি বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন, তখন পুলিশের তরফে বাধা আসে। এরপরই মিছিল থেকে বিক্ষোভকারীদের কয়েক জন বোমা ছোঁড়েন। সেই সাথে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথরও ছোঁড়া হয়। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মীও আহত হয়েছেন।

এদিকে আবার, সুতির সাজুর মোড়ে সরকারী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ওয়াকফ বিল পাশ হলে পরিস্থিতি যে উদ্বেগজনক হতে পারে, তা আগেই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ আঁচ করেছিলেন। আর জানিয়েছিলেন, “মানুষ ভীত সন্ত্রস্ত। আমরা সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট দেখে আশঙ্কা করছি, ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদে আবারও অশান্তি হতে পারে।”

Get real time updates directly on you device, subscribe now.