Indian Prime Time
True News only ....

মেয়রের নির্দেশে এবার লিপিকা মান্নার ওয়ার্ডে পুনরায় বসলো জলের কল

- sponsored -

- sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে কলকাতার ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না অবশেষে পিছু হটতে বাধ্য হলেন। গতকাল এলাকাবাসীদের একাংশ লিপিকা মান্নার বিরুদ্ধে রাজডাঙা পূর্বপাড়ার কল ভেঙে দেওয়া ও তুলে দেওয়ার অভিযোগ তোলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ফিরহাদ হাকিম খোদ বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের সঙ্গে কথা বলেন। এরপরই কাউন্সিলরের সাথে কথা বলেন।

সূত্রের খবর, যে জায়গাগুলিতে কল ভেঙে বা তুলে দেওয়া হয়েছিল, সেখানে মেয়র ফের কল বসিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি জল সরবরাহ বিভাগের ডিজিকে নির্দেশ দিয়েছেন যে, কোনো কাউন্সিলর এই ধরণের কাজ বললে সেটা যেন মেয়রের কাছে আগে জানানো হয়। কারণ জল অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই কোনো জায়গায় কল ভেঙে দেওয়া অথবা তুলে দেওয়ার আগে মেয়রকে জানাতে হবে। ফাইলে সই করলে তবেই অনুমতি পাওয়া যাবে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিন লিপিকা মান্না এলাকায় এসে এলাকাবাসীদের সাথে কথা বলেন। আর কলগুলি পুনরায় বসিয়ে দেওয়ার কথা জানান। সেইমতো পুরসভায় জল সরবরাহ বিভাগের আধিকারিকরা এসে কাজ শুরু করে দিয়েছেন। প্রসঙ্গত, ১০৭ নম্বর ওয়ার্ডে খাল পাড়বাসীদের একাংশের অভিযোগ ছিল, “ভোট না দেওয়ায় ও মিছিলে না যাওয়ায় লিপিকা মান্নার নির্দেশে এলাকার চারটে কল তুলে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।” তবে কাউন্সিলর সব অভিযোগ অস্বীকার করেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored