Indian Prime Time
True News only ....

মোবাইল ছিনতাইয়ের মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন জিতেন্দ্র তিওয়ারি

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন। জামুরিয়ায় অজয় নদের বালিঘাটে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, এই অভিযোগ নিয়ে জিতেন্দ্র তিওয়ারি নিজেই বালিঘাটে পৌঁছে গিয়েছিলেন। আর সেখানে যেতেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। ওই ঘটনার জেরেই এবার মামলার মুখে পড়তে হয়েছে।

জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, “এই বালি কারবার চললে দরবারডাঙা জল প্রকল্পে প্রভাব পড়বে। গত ২১ শে ফেব্রুয়ারী জিতেন্দ্র তিওয়ারি বালিঘাটে যেতেই একদল বালি মাফিয়া হাতে ইট-পাথর ও লাঠি নিয়ে হামলা চালিয়েছিল।” পরে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে সেখান থেকে ফিরে যান। এরপর জলপ্রকল্পের দায়িত্বে থাকা পিএইচইর এক অস্থায়ী কর্মী জিতেন্দ্র তিওয়ারি সহ কয়েকজনের বিরুদ্ধে জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল, “জিতেন্দ্র তিওয়ারি দু’টি মোবাইল ফোন ছিনতাই করেন।” যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আটটি ধারায় মামলা করা হয়। যার মধ্যে দু’টি ধারা জামিন অযোগ্য।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এবার ওই মামলায় এদিন জিতেন্দ্র তিওয়ারি আসানসোল সিজিএম আদালতে গিয়ে বিচারকের কাছে জামিনের আবেদন করেন। জিতেন্দ্র তিওয়ারির দাবী, “তৃণমূল বালি মাফিয়াদের সাথে নিয়ে হামলা চালিয়েছিল। সেদিন এক অস্থায়ী পিএইচই কর্মী দিয়ে অভিযোগ দায়ের করানো হয়েছে, তার পিছনেও তৃণমূল নেতৃত্ব রয়েছে। মিথ্যা মামলা দিয়ে অবৈধ বালি কারবারের আন্দোলন থামানো যাবে না। এই বালি কারবারের জন্য জলপ্রকল্পে প্রভাব পড়ছে। জামুরিয়ার মানুষ জল কষ্টে ভুগছেন। প্রায়দিন জলের দাবীতে পথ অবরোধ হচ্ছে। জামুরিয়াবাসী জল কষ্ট টের পাচ্ছেন।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored