Indian Prime Time
True News only ....

তারস্বরে বাজানো মাইক থামাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর পাণ্ডয়ার পাঁচঘরা তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজোর নিরঞ্জনের অনুষ্ঠান চলাকালীন তারস্বরে সাউন্ড বক্স বাজছিল। তা নিয়ে এলাকার বাসিন্দাদের সাথে অশান্তিও শুরু হয়। আর এই অশান্তি রুখতে পুলিশ এলাকায় হাজির হন। তবে এবার ওই ইটের আঘাতে পুলিশের মাথা ফাটলো।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সরস্বতী পুজোর বিসর্জন শোভাযাত্রায় ডিজে বাজানো নিয়ে অশান্তি শুরু হয়। এরপর এলাকার বাসিন্দারা ওই সাউন্ড বক্স বন্ধ করতে গেলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সাথে বচসা শুরু হয়। তারপর পুলিশ দুই পক্ষের বচসা থামাতে, সাউন্ড বক্স আটক করলে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ ওঠে। ইটের আঘাতে এক জন পুলিশ অফিসারের মাথাও ফেটে যায়। এই হামলার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আহত পুলিশ আধিকারিক তথা এএসআই রাজদেব হাজরা জানান, “আমরা মাইক বন্ধ করে দিই। ডিজে বক্স বাজেয়াপ্ত করি। এরপর দেখি একটা বড়ো জনতা আমাদের দিকে ছুটে আসছে। আমি তখন আমার বাকি ফোর্সকে গার্ড করে করে আনছি। কিন্তু তারপর কিছু জন কলার ধরে টানাটানি করে। ঘুষিও মারে। সাইড থেকে কিছু ব্যক্তি বড়ো পাথর গিয়ে ডায়রেক্ট মারে। বারবার বলার পরও আমাদের কথা শোনেনি।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored