Indian Prime Time
True News only ....

রেলগেট পার করার সময় লাইনে উল্টে পড়লো পিকআপ ভ্যান

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়িঃ আজ ধূপগুড়ির বটতলার এনএন ৩৬ নম্বর রেলগেটে আচমকা লাইনের মাঝখানে একটি পিকআপ ভ্যান উল্টে যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফলে আধ ঘণ্টার বেশী সময় ধরে রাজধানী এক্সপ্রেস আটকে ছিল। জিআরপি ও রেল কর্মীদের হস্তক্ষেপে পিকআপ ভ্যান লাইন থেকে সরানো হলে রাজধানী এক্সপ্রেস চলতে শুরু করে। ট্রেনটি গুয়াহাটি থেকে আসছিল।

রেল সূত্রে জানা যায়, ডাউন রাজধানী এক্সপ্রেস আসছে বলে রেলগেটের কর্মীর কাছে খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান। ওই সময় একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে রেলগেট পার করার চেষ্টা করছিল। ফলে গেটে ধাক্কা লেগে লাইনের মাঝখানে উল্টে যায়। এরপর দ্রুত চালক রেলগেট থেকে কিছুটা দূরে জরুরীকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করান। তারপর জিআরপি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ধূপগুড়ি স্টেশন সুপারও এসে উপস্থিত হন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

শেষমেশ রেললাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পরে রেল চলাচল স্বাভাবিক হয়। এদিকে এর জেরে ব্যস্ত সময়ে ঘটনাস্থলে ভিড় জমে যায়। কিন্তু সঠিক সময়ে চালক ব্রেক কষতে না পারলে বড়োসড়ো দুর্ঘটনা হতে পারত। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ওই পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored