Indian Prime Time
True News only ....

কঠোর প্রচেষ্টার পরও শেষরক্ষা হলো না রাজস্থানের একরত্তি আরিয়ানের

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের দৌসায় গভীর কূপে পড়ে যাওয়া ৫ বছর বয়সী শিশুকে শত চেষ্টার পরেও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলো না। গতকাল রাতে প্রায় ৫৫ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত শিশুর নাম আরিয়ান। এই মর্মান্তিক ঘটনায় আরিয়ানের পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরবেলা ৩টে নাগাদ আরিয়ান খেলতে খেলতে দেড়শো ফুট গভীর কূপে পড়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের (এসডিআরএফ) সদস্যেরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করার কাজ শুরু করে। এমনকি একটি পাইপের মাধ্যমে কূপের মধ্যে আটকে পড়া আরিয়ানকে অক্সিজেন পাঠানো শুরু হয়। কিন্তু প্রথম থেকেই উদ্ধারকাজে নানা বাধা আসতে থাকতে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

মাটি কাটার মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বেশ কিছুক্ষণ উদ্ধারকাজ বন্ধ থাকে। তবে তার কাছে দ্রুত পৌঁছাতে ওই কূপের পাশেই সমান্তরাল ভাবে আরো একটি কূপ খনন করা হচ্ছিল। এই খননকার্যের সময় পাশে রাখা মাটির স্তূপ থেকে আরিয়ানের মাথায় মাটি পড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে দড়ি বেঁধে আরিয়ানকে উপরে তোলার চেষ্টা করা হয়। এছাড়া উদ্ধারকারী দলের সদস্যেরা শিশুটির শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখতে কূপের মধ্যে দড়ি বেঁধে ক্যামেরা পাঠিয়েছিল।

যদিও ভঙ্গুর মাটি উদ্ধারকারী দলে সদস্যদের সব চেষ্টা ব্যর্থ করে দেয়। আর রবিবার রাতেরবেলা যখন আরিয়ানকে কূপ থেকে বের করে আনা হয়েছিল তখন আরিয়ান অচৈতন্য অবস্থায় ছিল। এনডিআরএফের ভারপ্রাপ্ত আধিকারিক যোগেশ কুমার এই প্রসঙ্গে জানান, “বহু অত্যুৎসাহী মানুষ উদ্ধারকাজ দেখতে ভিড় জমিয়েছিলেন। আমাদের লড়াই সময়ের বিরুদ্ধে ছিল। লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা সফল হতে পারলাম না।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored