রায়া দাসঃ কলকাতাঃ আজ ছোটো পর্দার জনপ্রিয় মুখ শোভিতা শিবানার দেহ হায়দ্রাবাদের কাছে গাছিবৌলি থানা এলাকার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। শোভিতা শিবানা মূলত কন্নড় ভাষায় কাজ করতেন। তবে ‘কেজিএফ’ এর মতো ছবিতেও অভিনয় করেছে। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
গত বছর মে মাসে প্রেমিক সুধীরকে শোভিতা শিবানা বিয়ে করেন। তবে দু’বছর আগেই শোভিতা শিবানা সুধীরের ফ্ল্যাটে থাকা শুরু করেছিলেন। শোভিতা শাবিনার পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন। পরিবারের তরফে এই বিষয়ে গাছিবৌলি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমেছে। পাশাপাশি, মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে অভিনেত্রীর কর্ণাটকের বাড়িতে পাঠানো হবে। আর সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর পাওয়া গিয়েছে।