Indian Prime Time
True News only ....

ব্যবসায়ীর কাছ থেকে চেন সহ লক্ষাধিক টাকা লুটের জেরে গ্রেফতার ২ জন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ এক জন গুড় ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তার কাছ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সহ সোনার চেন ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়েছিল। আর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্ধমান থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শান্তনু চট্টোপাধ্যায় ওরফে ধাকু এবং টোটন ভকত। পুলিশ সূত্রের খবর, বর্ধমান শহরের গোদা এলাকার বাসিন্দা শান্তনু। টোটনের বাড়ি শহরের চণ্ডীতলা এলাকায়।

বর্ধমান শহরের আলমগঞ্জ বালিবাগান এলাকার বাসিন্দা মনোজিৎ দে গত ১৮ জুন রাতে গুড়ের আড়ত থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ির সামনে তিন জন দাঁড়িয়েছিল। তাদের কাছাকাছি বাইকটি যেতেই ওই ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেয় তারা। মনোজিৎ চোখে তীব্র জ্বালা অনুভব করেন। বাইকটিকে কোনও রকমে থামান। সেই সুযোগে তিন জন তাঁরা গলা থেকে সোনার চেন এবং টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাইকে উঠে চম্পট দেয়। মনোজিৎ অবশ্য কাউকেই দেখতে পাননি। তাঁর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা উদ্ধার করে নিয়ে যান ব্যবসায়ীকে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পরে পুরো ঘটনার বিবরণ দিয়ে থানায় অভিযোগ করেন ব্যবসায়ী। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ চার জনের জড়িত থাকার কথা জানতে পারে। তাদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মনোজিতের গতিবিধির উপর নজর রাখছিল অভিযুক্তেরা। ঘটনার দিন তিনি আড়ত থেকে বার হওয়ার সঙ্গে সঙ্গে একজন ফোন করে সঙ্গীদের সেই তথ্য দেয়। তখন বাকি অভিযুক্তেরা ব্যবসায়ীর বাড়ির সামনে ‘অপারেশন’-এর প্রস্তুতি নেয়। মনোজিৎ বাইক নিয়ে সেখানে পৌঁছতেই তাঁর দিকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছিল।

ধৃত দুই ছিনতাইকারীকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করায় পুলিশ। ওই অপরাধের ঘটনায় বাকিদের খোঁজ পেতে এবং ছিনতাই করা টাকা-গয়না উদ্ধারের জন্য ও ধৃতদের ১৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। শেষ পর্যন্ত ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বিচারক।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored