Indian Prime Time
True News only ....

চিকিৎসকদের ম্যাটাডোর আটকাতেই পুলিশের দিকে ছুটতে থাকে ক্ষুব্ধ জনতা

- Sponsored -

- Sponsored -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ একদিকে, পুজো চলছে, অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। আর এদিন বিশেষ পরিক্রমার পরিকল্পনাও করা হয়েছিল। আর এই কর্মসূচীকে কেন্দ্র করে গোটা শহর আবারও উত্তাল হয়ে উঠলো। এবার চৌকি ও জলের গাড়ির মতোই পুলিশের বিরুদ্ধে পরিক্রমার ম্যাটাডোরও আটকে দেওয়া হয়। তবে শেষ অবধি মানুষের চাপে পুলিশ ওই ম্যাটাডোর ছাড়তে বাধ্য হয়।  তাতে ঢাক বাজিয়ে, উলুধ্বনিতে মহানগর জুড়ে প্রতিবাদের সুর ভেসে ওঠে।

আর এই আন্দোলনকে সমর্থন জানাতে কাতারে কাতারে মানুষকে চাঁদনি চকে দেখা যায়। মূলত, এদিন আন্দোলনকারী চিকিৎসকদের বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে লিফলেট বিলি করার পরিকল্পনা ছিল। দক্ষিণ কলকাতার বেশ কিছু পুজোতেও যাওয়ার কথা ছিল। সেই মতো আন্দোলনকারীরা তিনটি ম্যাটাডোরে চেপে রওনা হন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ চাঁদনি চকের কাছে ম্যাটাডোর আটকে দেয়। এরপর পুলিশের সাথে বচসা শুরু হতেই বহু মানুষ ম্যাটাডোরে ছাড়ানোর জন্য সেখানে পৌঁছে যান।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ফলে পুলিশও প্রতিবাদের মুখে ম্যাটাডোর ছেড়ে দেয়। আর মানুষ সেই ম্যাটাডোর ঠেলতে ঠেলতে নিয়ে যায়। পাশাপাশি ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান ওঠে। জুনিয়র চিকিৎসকেরা এই প্রসঙ্গে জানান, ‘‘অনুমতি থাকা সত্ত্বেও গাড়ি আটকানো হলো।’’ অন্যদিকে, পুলিশের তরফে বলা হয়, ‘‘ম্যাটাডোর নিয়ে যাওয়া যাবে না, মাইকও খুলতে হবে। মাইক খুলে এরপর ম্যাটাডর যাওয়ার অনুমতি দেওয়া হয়।’’ তারপর ঢাকের বোল এবং উলুধ্বনিতে প্রতিবাদের স্বর ফুটে ওঠে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored