Indian Prime Time
True News only ....

টোলপ্লাজায় হামলার জেরে পুলিশের হাতে গ্রেফতার ৪ জন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ সোমবার রাতেরবেলা বীরভূমের চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর মহম্মদবাজার থানার খয়রাকুড়ির টোলপ্লাজায় হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর জেরে পরিবহণ দপ্তরের এক জন আধিকারিক আহত হয়েছেন। ইতিমধ্যে এই ঘটনায় চার জন গ্রেফতার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। গেরুয়া শিবির শাসক শিবিরের ভূমিকা নিয়ে যথেষ্ট সরব হয়েছেন। কিন্তু তৃণমূল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে।

আজ অভিযুক্তদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সাংবাদিক বৈঠকের মাধ্যমে অভিযোগ তোলেন, “যে সমস্ত ট্রাক মালিকরা তৃণমূলের সাথে যুক্ত তারা টোল গেটে টোল অবধি দেন না। আমরা মাফিয়া ট্রাক মালিকদের বিপক্ষে। যারা তৃণমূলের হয়ে তোলাবাজি আদায় করে, সিস্টেম ভাঙতে চায় তাদের বিরুদ্ধে।”

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের পাল্টা দাবী, “বিজেপি কী বলছে না বলছে তা দিয়ে তো বিচার চলে না। এফআইআর হলে পুলিশ তদন্ত করবে। যদি দোষী মনে করে, সেইমতো ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোটি কোটি টাকা টোল থেকে ওঠে কী করে? এখন তো সকলেই তৃণমূল। এসব ভাঁওতা কথার কোনো মানে নেই, প্রমাণও নেই।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored