Indian Prime Time
True News only ....

আগামী রবিবার ফের রাত দখলের ডাক দেওয়া হলো

- sponsored -

- sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ গত ১৪ই আগস্টের পর আর জি কর কাণ্ডের প্রতিবাদে আবারও ৮ই আগস্ট অর্থাৎ আগামী রবিবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে। গত ১৪ ই আগস্ট রাতেরবেলা প্রেসিডেন্সির কলেজের প্রাক্তনী রিমঝিম সিংহের ডাকে মেয়েরা পথে নেমেছিলেন। পাশাপাশি পুরুষেরাও পা মিলিয়েছিলেন। আর এবারও সেই রিমঝিমদের ডাকেই মেয়েরা রাত দখল করতে নামবেন। মূলত, সাংস্কৃতিক জগতের মানুষদের এই কর্মসূচীতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। ‘বিচার চাই’, দাবি তুলে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে খ্যাতনামীরা। প্রায় প্রতি দিনই কোনও না কোনও প্রতিবাদ কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতার রাজপথ দখল করছেন আন্দোলনকারীরা। আরজি কর-কাণ্ডের পর সমাজমাধ্যমে ১৪ অগস্ট ‘রাত দখলের কর্মসূচি’র ডাক দিয়েছিলেন ‘মেয়েদের রাত দখল করো, দিন বদল করো’ মঞ্চের রিমঝিমেরা। সেই ডাকে প্রচুর মানুষ পথে নেমেছিলেন। কলকাতা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় মেয়েরা ‘রাত দখলে’ নেমেছিলেন। সেই কর্মসূচির আহ্বায়কেরা এ বার নতুন কর্মসূচির কথা জানালেন।

এদিন সাংবাদিক বৈঠক করে রিমঝিমেরা জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবেন আবার। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। এই কর্মসূচির কথা বলতে গিয়ে রিমঝিমেরা সত্যজিৎ রায়ে ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির উল্লেখ করেছেন। তাঁরা জানান, গুপী গাইন যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সে ভাবেই শাসকদের ঘুম ভাঙাতে চান। সাংস্কৃতিক আঙ্গিকে রাত দখল হবে বলেও জানান রিমঝিমেরা। গানের দল, নাচের দল, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তার পর কেটে গিয়েছে ২৫ দিনের বেশি। সিবিআই তদন্ত করছে। আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। ঠিক তার আগের রাতেই পথে নামবেন আন্দোলনকারীরা। গত ১০ ই আগস্ট রাতেরবেলা রিমঝিম সিংহ নেটমাধ্যমে পোস্ট করে প্রথম মেয়েদের রাত দখলের আহ্বান জানিয়েছিল।

স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য প্রথমে শহরের তিন জায়গায় অর্থাৎ কলেজ স্কোয়্যার, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছিল। আর সেই ডাকে সাড়া দিয়ে কার্যত সমগ্র বাংলা, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু থেকে বৃদ্ধ সকল মানুষ আন্দোলনে নেমেছিলেন। দেশ জুড়ে গান, মিছিল ও শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। ভোরবেলা অবধি এই আন্দোলন চলেছিল। আর সেদিনের এই আন্দোলন দেখে আশাবাদী রিমঝিমেরা বিচারের দাবীতে আবারও রাত দখলের ডাক দিয়েছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored