Indian Prime Time
True News only ....

কাকদ্বীপ হাসপাতালেও বিরুপাক্ষকে ঢুকতে দিতে নারাজ স্থানীয়রা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আর জি কর কাণ্ডে প্রভাবশালী তথা বিতর্কিত চিকিৎসক হিসেবে বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র আবাসিক চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নাম উঠে এসেছে। গতকালই বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে। কিন্তু তিনি যাতে কাকদ্বীপ মহকুমা হাসপাতালেও যোগ দিতে না পারেন, তার জন্য আজ সকালবেলা থেকেই স্থানীয়দের একাংশ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। এছাড়া বামেরাও পৃথক ভাবে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে।

গতকাল রাতেরবেলা কাকদ্বীপ হাসপাতাল চত্বরে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে গান লিখে একাধিক পোস্টার লাগানো হয়। সেই পোস্টারগুলির কোনোটায় লেখা ছিল, “কাকদ্বীপ হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাসের বদলি মানছি না মানব না।” আবার কোনোটায় লেখা ছিল, “কাকদ্বীপবাসী দিচ্ছে ডাক, বিরূপাক্ষ নিপাত যাক।” কেউ কেউ এই প্রসঙ্গে জানান, “বিরূপাক্ষ বিশ্বাস আর জি কর কাণ্ডের মূলচক্রী সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। অপরাধে তিনিও জড়িত। এই পরিস্থিতিতে কাকদ্বীপবাসীর সিদ্ধান্ত এই যে, উনি হাসপাতালে ঢোকার চেষ্টা করলে বাধা দেব।
ওই চিকিৎসককে এখানে কাজে যোগ দিতে দেব না। আর জি করের ঘটনায় বিচার না পাওয়া অবধি এই লড়াই চলবে।” প্রসঙ্গত, সম্প্রতি নেটমাধ্যমে একটি অডিয়ো ভাইরাল হয়। সেই অডিয়োর সূত্র ধরেই উঠে আসে বিরূপাক্ষ বিশ্বাসের নাম প্রকাশ্যে এসেছে। দাবী করা হয়, ওই অডিয়োর কণ্ঠস্বর বিরূপাক্ষ বিশ্বাসের। ওই অডিয়োতে হুমকি দিতেও শোনা গিয়েছিল। পাশাপাশি বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বর্ধমান মেডিকেল কলেজে দাদাগিরির অভিযোগও ওঠে। কথা না শুনলে হুমকিও দিতেন।
- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে বিরুপাক্ষ বিশ্বাস সেই অডিয়োটি সাজানো বলে সমস্ত অভিযোগ উড়িয়ে দেন। তার মধ্যেই আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সেমিনার হলের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে অনেককে একসাথে দেখা গিয়েছিল। যেখানে বিরূপাক্ষ বিশ্বাসকেও দেখা গিয়েছিল। কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন কেন? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। আর এই অডিয়ো-ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই বিরুপাক্ষ বিশ্বাসকে সরানোর দাবী ওঠে। সেই আবহেই গতকাল রাজ্যের স্বাস্থ্যভবন বিরূপাক্ষ বিশ্বাসকে বদলির নির্দেশ দেয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored