Indian Prime Time
True News only ....

আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার স্বাস্থ্য ভবন অভিযানে নামলো বিজেপি

- Sponsored -

- Sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ আর জি করের ঘটনার প্রতিবাদে আজ বিজেপি স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে। হিডকো থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে বিজেপির মিছিল শুরু হয়ে গিয়েছে। এই মিছিলে অর্জুন সিং, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়রা অংশ নিয়েছেন।

মিছিলের শুরুতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সুপ্রিম কোর্টে লাইভ শুনানি সকলেই দেখছেন। রাজ্য সরকার সবচেয়ে দামি আইনজীবী নিয়োগ করেছে। যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলছেন। সেই মুখ্যমন্ত্রী তাঁর সরকারের সমস্ত শক্তি সুপ্রিম কোর্টে লিগাল ব্যাটেলে প্রয়োগ করেছেন। যাতে জাস্টিস না পান। সব দেখছে মানুষ। তবে ইডি হয়ে যাওয়া উচিত। আজ কোর্টে হচ্ছে। তরুণজ্যোতি তিওয়ারি গোটা বিষয়টা দেখছেন।”

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, দায়িত্ব পাওয়ার পর সিবিআই এখনও অবধি তদন্ত কত দূর এগোতে পারল? এর আগেও একাধিক তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হলেও তার দীর্ঘসূত্রিতা নিয়ে কখনও আদালতে প্রশ্ন উঠেছে, কখনও বিরোধীরা প্রশ্ন তুলেছে। এদিকে, আরজি করের ঘটনার তদন্তভারও পেয়েছে সিবিআই। এই মামলার গতি নিয়েও প্রশ্ন উঠছে।

যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্য, “প্রথম পাঁচদিন রাজ্য পুলিশের হাতেই ছিল। তারা তো সব লোপাট করেছে, ভেঙেছে। সিবিআই যে স্টেটাস রিপোর্ট দিয়েছে, সেটা আজ সবপক্ষের আইনজীবীকে সুপ্রিম কোর্ট দিয়েছে। সিবিআই স্টেটাস রিপোর্টে কী বলেছে, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করা দরকার। আর সিবিআই ছিল বলেই বগটুইয়ের লোকেরা জেলের ভিতর। সিবিআই ছিল বলে পার্থ-অর্পিতারা জেলে। সিবিআই ছিল বলেই কেষ্ট এবং তাঁর সিকিউরিটি সায়গলরা জেলে।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored