দক্ষিণ চব্বিশ পরগণার বুকে নার্সিং কোর্সের সেরা ঠিকানা Falta J.I.S Nursing Institute, সঙ্গে গড়ে উঠেছে তাদের নিজস্ব ৩০০ বেডের The Sahararhat Nursing Home

Share

চয়ন রায়ঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ I.N.C ও W.B council অনুমোদিত Falta J.I.S Nursing Institute পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে B.SC ও G.N.M course. এখানে উন্নত পরিকাঠামোর পাশাপাশি রয়েছে এই প্রতিষ্ঠানের নিজস্ব স্কুল বাস। সিসিটিভির অধীনে থাকা এই প্রতিষ্ঠানে দূর থেকে আসা পড়ুয়াদের জন্য হস্টেলের সুব্যবস্থা রয়েছে। যেখান থেকে উন্নতমানের পরিষেবাও পাওয়া যায়। এদিকে একদিকে যেমন মেধাবী শিক্ষার্থীদের জন্য Scholarship এর সুযোগ পাওয়া যায় তেমনই Bank Lone এবং Student Credit Card এর সুবিধাও রয়েছে।

এমনকি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিজস্ব ৩০০ বেড সম্পন্ন হাসপাতালে প্রশিক্ষণও দেওয়া হয়। অন্যদিকে স্বাস্থ্যসাথী ‘A’ Grade ও NABH মান্যতাপ্রাপ্ত The Sahararhat Nursing Home এ Dialysis, Knee Replacement, বিভিন্নরকম Surgical Treatment সহ যাবতীয় কঠিন রোগের Treatment করা হয়। বর্তমানে এই Nursing Home সমগ্র দক্ষিণ চব্বিশ পরগণার বুকে ব্যাপক সাড়া ফেলেছে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031