Indian Prime Time
True News only ....

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী মালিকায়া

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকে লোকসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবির বড়োসড়ো ধাক্কা খেয়েছে। আজ প্রাক্তন মন্ত্রী মালিকায়া গুট্টেদার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের উপস্থিতিতে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন।

কর্ণাটকে লোকসভা আসনের সংখ্যা ২৮। আগামী ২৬ শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনের চোদ্দটিতে ভোট গ্রহণ। আর ৭ ই মে তৃতীয় দফায় বাকি চোদ্দটিতে ভোট গ্রহণ। ভোটপর্ব শুরুর আগে মালিকায়া গুট্টেদার দলত্যাগে হায়দ্রাবাদ-কর্ণাটক অঞ্চলে বিজেপি ধাক্কা খেয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। প্রসঙ্গত, তিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের জেলা কলবুর্গির (সাবেক গুলবর্গা) আফজলপুর বিধানসভা থেকে ছ’বার ভোটে জিতেছেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে ২০২৩ সালের বিধানসভা ভোটে অবশ্য হেরে গিয়েছিলেন। কলবুর্গির রাজনীতিতে মালিকায়া গুট্টেদারের ‘কট্টর বিরোধী’ হিসাবে পরিচিত ভাই নিতিন নির্দল প্রার্থী হয়ে ভোট কাটায় ওই আসনে কংগ্রেস জিতেছিল। সম্প্রতি নিতিন বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপি নেতা ইয়েদুরাপ্পার একদা ঘনিষ্ঠ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored