Indian Prime Time
True News only ....

রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার দিনই প্রকাশ্যে এলো অযোধ্যায় মসজিদ নির্মাণের দিন

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিনই অযোধ্যায় মসজিদ তৈরীর কাজ শুরু হবে কবে থেকে তা প্রকাশ্যে এলো। এদিন আইআইসিএফ (ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন) সংগঠনের এক জন প্রবীণ আধিকারিক জানান, ‘‘মে মাস থেকে মসজিদ তৈরীর কাজ শুরু হবে।’’ আইআইসিএফ মসজিদের প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে।

ওই সংগঠনের প্রধান হাজি আরফত শেখ বলেন, ‘‘ধর্মগুরু মহম্মদের নাম অনুসারে মসজিদের নাম মসজিদ মহম্মদ বিন আবদুল্লা হবে। নির্মাণকাজ শেষ হতে তিন বছর থেকে চার বছর সময় লাগবে। মসজিদ নির্মাণের অনুদান সংগ্রহের জন্য শীঘ্রই একটি ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট চালু করা হবে।’’ এছাড়া জানালেন, ‘‘মানুষের মধ্যে বৈরিতা, ঘৃণাকে ভালবাসায় পরিণত করাই আমাদের প্রচেষ্টা। আপনি সুপ্রিম কোর্টের রায় মানুন বা না মানুন। এই সব লড়াই থেমে যাবে, যদি আমাদের সন্তানদের সুশিক্ষা দিই।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আইআইসিএফের প্রেসিডেন্ট জুফর আহমেদ ফারুকি বলেছেন, ‘‘সংগঠনটি অনুদানের জন্য কারোর কাছে যায়নি।’’ সংগঠনের সম্পাদক আথার হুসেন জানিয়েছেন, ‘‘মসজিদ নির্মাণে দেরী হচ্ছে কারণ নকশায় আরো কিছু সাবেকি রীতির ছোঁয়া আনা হবে। মসজিদ চত্বরে ৫০০ শয্যার একটি হাসপাতালও তৈরী হবে।’’ প্রসঙ্গত, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছিল, ‘অযোধ্যার ওই জমিতে মন্দির হবে। আর মসজিদের জন্য পৃথক জমি দিতে হবে।’ তাই সেই নির্দেশ মেনে অযোধ্যার উপকণ্ঠে ধন্যিপুরে মসজিদ তৈরী হওয়ার কথা।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored