Indian Prime Time
True News only ....

আগামীকাল বাতিল থাকছে হাওড়া শাখার বহু ট্রেন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামীকাল রবিবার পূর্ব রেলের হাওড়া শাখায় কিছু ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ২৬ শে নভেম্বর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে। পাশাপাশি কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হবে।

রেল সূত্রে খবর, যাত্রীদের নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে নিয়মিত রেললাইন থেকে শুরু করে সিগন্যাল, পাওয়ার ব্লক, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা সহ রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ করতে হয়। আর রবিবার তা করা হবে। তাই হাওড়া শাখার বর্ধমান-হাওড়া, হাওড়া-তারকেশ্বর, কাটোয়া-ব্যান্ডেল-হাওড়া, হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, খানা-গুমানি শাখায় আটটি ট্রেন বাতিল করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

রবিবার বাতিল হওয়া ট্রেনগুলি হলো- হাওড়া থেকে ৩৭৩১৫, তারকেশ্বর থেকে ৩৭৩২৬, নৈহাটি থেকে ৩৭৫৩৩, ব্যান্ডেল থেকে ৩৭৫৩৪,৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৭৪৮ এবং ০৩০৯৫ ও আজিমগঞ্জ থেকে ০৩০৯৬। এছাড়া দশটি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। সেগুলি হলো-

১২৩৩৮ বোলপুর-হাওড়া এক্সপ্রেস- ১৫ মিনিট, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস- ৭৫ মিনিট, ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া এক্সপ্রেস- ৩০ মিনিট, ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস- ১১০ মিনিট, ১৩০১৬ জামালপুর-হাওড়া এক্সপ্রেস- ২০ মিনিট, ০৩০৮৩ কাটোয়া-হাওড়া প্যাসেঞ্জার- ২০ মিনিট, ৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকাল- ২০ মিনিট, ৩২২৩৪ ডানকুনি-শিয়ালদহ লোকাল- ৪৫ মিনিট, ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল- ৩০ মিনিট এবং ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল- ২০ মিনিট

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored