অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার আনন্দপুর এলাকার একটি আবাসন থেকে উদ্ধার ১ বৃদ্ধ দম্পতির দেহ। বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারকে ঘিরে আবাসন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতরা হলো ৬৩ বছর বয়সী গীতা সমাদ্দার ও ৭৫ বছর বয়সী অমূল্য সমাদ্দার।
সূত্রের খবর, গতকাল রাতেরবেলা অমূল্যবাবু আবাসনের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। এরপর আবাসিকরা আওয়াজ শুনে শীঘ্র ছুটে এসে তার ফ্ল্যাটে গিয়ে দেখেন, গীতা দেবীর ক্ষত-বিক্ষত দেহ পড়ে রয়েছে। তারপর আবাসিকরা আনন্দপুর থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানতে পেরেছে যে, গত দশ বছর থেকে গীতা দেবী অসুস্থ ছিলেন। পক্ষাঘাতে আক্রান্ত। আর সম্প্রতি অমূল্যবাবু হার্টের সমস্যায় ভুগছিলেন। আজ হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অমূল্যবাবু চিকিৎসার খরচ এবং অসুস্থতার কারণেই স্ত্রীকে খুন করার পর আত্মঘাতী হন। আপাতত এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।