অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ পার্কস্ট্রিটের ওম টাওয়ারে আচমকা লিফ্ট ছিঁড়ে মৃত্যু হয়েছে ১ জন ব্যক্তির। এই ঘটনায় আবাসন জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে। মৃতের নাম আব্দুল রহিম। বাড়ি একবালপুর।
সকাল থেকে লিফ্ট মেরামতির কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, “আচমকা তিন নম্বর লিফ্টটি উপরে উঠে যায়। কিন্তু লিফ্টটি উপরের দিকে উঠল কেন তা লিফ্টের অপারেটর আব্দুল রহিম দেখতে গেলে ঠিক সেই সময়েই লিফ্টটি ছিঁড়ে তার মাথার উপর হুড়মুড়িয়ে এসে পড়ে।”
Sponsored Ads
Display Your Ads Here
এরপর হেস্টিংস থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লিফ্ট সরিয়ে ব্যক্তির মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালান। দমকল বিভাগও খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। কিন্তু লিফ্টের একেবারে নীচে মৃতদেহটি আটকে রয়েছে বলে লিফ্ট সরিয়ে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে বহুতলের কর্মচারীদের অভিযোগ, “দীর্ঘ দিন লিফ্ট নিয়ে সমস্যা চলছে। লিফ্ট সংক্রান্ত কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। কর্তৃপক্ষের বিরুদ্ধে লিফ্টের মেরামতি সঠিক ভাবে না করার অভিযোগ বার বার উঠেছে। এর আগে লিফ্ট মাঝপথে আটকে যাওয়ার ঘটনা একাধিক বার প্রকাশ্যে এসেছে।”
Sponsored Ads
Display Your Ads Here