Indian Prime Time
True News only ....

নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটানোর সেরা প্রতিষ্ঠান Pran IVF Fertility Centre

চয়ন রায়ঃ হুগলীঃ নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটাতে হুগলীর আরামবাগে প্রতিষ্ঠিত হয়েছে Pran IVF Fertility Centre. যেখানে নিম্নতম খরচের মাধ্যমে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণের চিকিৎসা সম্ভব।

এটি একটি ART Govt রেজিস্ট্রারপ্রাপ্ত দক্ষিণবঙ্গের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে চিকিৎসার সাথে সাথে IUI, ICSI সহ সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষার সুবন্দোবস্ত রয়েছে। এখানে বাংলাদেশ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের চিকিৎসার জন্য আসেন।

Get real time updates directly on you device, subscribe now.