Indian Prime Time
True News only ....

নামী বহুজাতিক সংস্থার নাম করে প্রতারণার জেরে গ্রেফতার ১১ জন

- sponsored -

- sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ সল্টলেকের সেক্টর ফাইভের ডিএন-২ ভবনের ন’তলায় উই কেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড নামের একটি অফিস থেকে ভুয়ো কলসেন্টার চালানো হচ্ছিল। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম অফিসাররা ওই কলসেন্টারে অভিযান চালিয়ে মালিক সহ ১১ জনকে গ্রেফতার করেছেন।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, এই অফিসে ডিরেক্টর সুমিত মাঝি ও হাফিজুর রহমান সর্দারের অধীনে ২০ থেকে ৩০ বছর বয়সী যুবকেরা কাজ করে। এরা অ্যামাজন-মাইক্রোসফটের মতো নামী বহুজাতিক সংস্থার গ্রাহক পরিষেবা দেওয়ার নামে ক্রেতাদের ব্যক্তিগত কম্পিউটারে সফ্‌টওয়্যারের মাধ্যমে ঢুকে অর্থমূ্ল্য দিতে বাধ্য করত।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এমনকি ক্রেতাপরিষেবা দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বিদেশীদের থেকে অর্থও তোলা হচ্ছিল। ২০২০ সাল থেকে এই জালিয়াতি চক্র চলছিল। মূলত স্পেন এবং আমেরিকায় থাকা বিদেশীরাই এই ভুয়ো কলসেন্টারের কর্মীদের শিকার ছিলেন। গতকাল পুলিশ অভিযান চালালে সুমিত ও হাফিজুর কোনো বৈধ নথি বা চুক্তিপত্রই দেখাতে পারেনি।

এরপরই ওই কলসেন্টারের দুই জন ডিরেক্টর সহ অনন্ত রায়, অভিষেক শ, আজাদ আলি, কমলেশ ঝাঁ, ফারুক মোল্লা, দীপক পাণ্ডে, সুমিত কুমার, দেবজ্যোতি রায়, অবিনাশ প্রসাদ, জ্যোতির্ময় হালদারকে গ্রেফতার করে আজ আদালতে তোয়া হয়েছে। এছাড়া ওই কলসেন্টার থেকে ১৪ টি স্মার্টফোন, ৩৫ টি কম্পিউটার, পাঁচটি হার্ড ডিস্ক সহ আরো বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored