পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীতে প্রতিবেশীর বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার এক প্রতিবন্ধী নাবালিকার মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার নাবালিকা বিদ্যালয় থেকে বই নিয়ে বাড়িতে ফিরে বিকেলবেলা বন্ধুদের সাথে খেলতে বের হয়। কিন্তু এরপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। তারপর সন্ধ্যাবেলা হয়ে যাওয়ায় সে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। তবে তাতেও লাভ হয়নি।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এদিন প্রতিবেশীর বাড়ির মেঝেতে মাটির দাগ দেখে সন্দেহ হওয়ায় পরিবারের তরফ থেকে পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
পাশাপাশি পুলিশ দুই জন প্রতিবেশীকে আটক করে এই খুনের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করছেন। ফলে তদন্তের ভিত্তিতে এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।