Indian Prime Time
True News only ....

হোমওয়ার্ক না করায় এ কি করলেন শিক্ষিকা!!

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির ভালসওয়া ডেইরি এলাকায় হোমওয়ার্ক শেষ না হওয়ায় ৬ বছর বয়সী ও ৮ বছর বয়সী দুই নাবালিকা বোনকে গৃহশিক্ষক প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক মারলেন। এর জেরে দুই নাবালিকা বোনকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, দুই মেয়ে পাড়ার এক জন শিক্ষকের কাছে টিউশনি পড়তে যায়। আর টিউশন থেকে ফিরে কাঁদতে থাকে। আর গায়ে ক্ষত এবং কালসিটের দাগও দেখা যায়। এমনকি এক জন বাড়ি ফিরে অজ্ঞানও হয়ে যায়। জিজ্ঞাসা করা হলে জানায়, “হোমওয়ার্ক না করে নিয়ে যাওয়ায় গৃহশিক্ষক তাদের একটি ঘরে মধ্যে আটকে রেখে প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করেন।”

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

দুই নাবালিকার বাবা মেয়েদের হাসপাতালে ভর্তি করার পর ‘দিল্লি কমিশন ফর উইমেনের’ (ডিসিডব্লিউ) দ্বারস্থ হন। ডিসিডব্লিউয়ের তরফ থেকে ৬ ই সেপ্টেম্বরের মধ্যে দিল্লি পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতারের দাবীতেও সরব হয়েছেন।

এই বিষয়ে ডিসিডব্লিউ প্রধান স্বাতি মালিওয়াল জানান, “এটি একটি ভয়ঙ্কর ঘটনা। ওই নাবালিকাদের যেভাবে মারা হয়েছে, তা খুবই উদ্বেগজনক। একজন শিক্ষক ছোটো মেয়েদেরকে এতো নৃশংসভাবে মারতে পারেন কিভাবে? বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এই ক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored