নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ অবৈধ ভাবে মদের ঠেক চালানোর অভিযোগে পুলিশ হাওড়ার শালকিয়ার কৈবর্তপাড়া লেনের বাসিন্দা প্রতাপ কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতাপবাবু মালিপাঁচঘড়া থানার পিছনে গজানন বস্তির একটি খাটাল সংলগ্ন এলাকায় বেআইনী ভাবে মদের ঠেক চালাতেন। সেখানে বাংলা মদ সহ চোলাই, ঘুমের ওষুধ ও অন্যান্য রাসায়নিক মিশিয়ে ওই মিশ্রণ বিক্রি করা হত। যাতে অল্প খেলেই বেশী নেশা হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এছাড়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মদের ঠেকটি তার বাবা চালাতেন। পরে প্রতাপবাবু চালাতেন। প্রতাপবাবু এলাকায় বেশ প্রভাবশালীও ছিলেন। সমগ্র এলাকা নিজের নিয়ন্ত্রণে ছিল। ফলে এত দিন কেউ কিচ্ছু করতে পারেনি। তিনি এতটাই প্রভাবশালী যে গজানন বস্তির গলিটির নামও ‘প্রতাপ গলি’ হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code