Indian Prime Time
True News only ....

চুরি করার সময় বাধা দিতেই খুন হলেন দোকানের মালিক

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ নেশার টাকা জোগাড় করতে চুরি করতে গিয়ে বাধা পেয়েই হুগলীর তারকেশ্বরের চাঁপাডাঙার বাসিন্দা তথা সুব্রত মণ্ডল নামে স্থানীয় এক মুদিখানা দোকানের মালিককে কোদাল দিয়ে কুপিয়ে খুন করলো তিন তরুণ। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।      

জানা গিয়েছে, গত শনিবার সুব্রতবাবু খুন হয়েছিলেন। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তিন জন অভিযুক্তকে চিহ্নিত করেন। প্রথমে টোটন কর নামে এক তরুণকে পুরশুড়া থেকে গ্রেফতার করেন এরপর টোটনকে জিজ্ঞাসাবাদ করে বুধবার রাতেরবেলা এই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রুইদাসকে অন্যত্র পালানোর সময় গ্রেফতার করা হয়। 

 

কিন্তু এখনো অবধি তৃতীয় জন এখনো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় ইদানীং মাদকসেবীরা ভিড় জমাতে শুরু করেছে। ফলে এলাকায় চুরির উপদ্রবও বেড়ে গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ওই তিন জন তরুণ নেশার টাকা জোগাড় করতেই দোকানে হানা দিয়েছিল।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে দোকানদার তা করতে না দেওয়ায় ওই তরুণরা সুব্রতবাবুকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করে। পুলিশ সেই কোদালটিও উদ্ধার করেছে। কিন্তু অভিযুক্তদের মধ্যে টোটনের বয়স ২০ বছর। সঞ্জয়ের বয়স ২৪ বছরের মধ্যে। এর আগে তার চুরির অভিযোগে জেল খাটার ইতিহাসও রয়েছে।  

এদিকে অধরা তৃতীয় অভিযুক্তও ওই ২৪ বছর বয়সীর মধ্যে। তবে অভিযুক্তদের এত কম বয়সে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা সত্যি ভাবাচ্ছে। এর পাশাপাশি এত কম বয়সে ওই তরুণ অভিযুক্তরা এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে কিভাবে তাও খতিয়ে দেখা হবে।  

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored