অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল উড়িষ্যার পুরীর একটি হোটেলে কলকাতা পুলিশের এসিপি অলোক রায়ের দেহ উদ্ধার হলো। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় চিকিৎসককে এই বিষয়ে খবর দেওয়া হলে ওই চিকিৎসক এসে অলোকবাবুকে মৃত হিসেবে ঘোষণা করেন।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অলোকবাবুর ময়নাতদন্তের রিপোর্ট আসার পর কলকাতায় গোলপার্কের বাড়িতে নিয়ে এসে অন্তিম সংস্কার করা হবে। এই মৃত্যুকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
সম্প্রতি অলোকবাবু সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন। কিন্তু এই মৃত্যু কিভাবে হলো এর কারণ ভালোভাবে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code