নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া বিস্কুট, ফলমূল বা কখনো আনাজ বোঝাই লরি থেকে চুরি করে বা বনের ফলমূল খেয়ে কোনো রকমে দিন চলে যাচ্ছিল। কিন্তুু করোনা আবহে লকডাউনের জন্য পর্যটকদের আনাগোনা নেই ফলে অনেকটা না খেয়ে কোনোরকমে দিন কাটাচ্ছে সেবকের বানরেরা।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0
সিকিম বা ডুয়ার্সে বেড়াতে যাবার সময় এই বানরদের সাথে দেখা হবেই। সেবক রেলব্রিজ পার করতেই রাস্তার দুপাশে নানা ভঙ্গিমায় বাঁদরের বাঁদরামো আপনাদের সকলের চোখে পড়বেই। তবে এই বানরদের এই কঠিন পরিস্থিতির জেরে প্রায় অনাহারে দিন কাটাতে হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
আর এবার তাদের মুখে আহার তুলে দিতে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূলের সভাপতি গৌতম গোস্বামীর উদ্যোগী হলেন। ফলে গৌতম গোস্বামী ও তার অনুগামীরা সেবকের বানরদের খাবারের ব্যবস্থা করলেন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc