শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ ১০০ দিনের কাজে দুর্নীতি ও শুধুমাত্র বিজেপি সমর্থকদের ইন্দিরা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার অভিযোগে পঞ্চায়েত প্রধানকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0
https://www.youtube.com/watch?v=kGcdmgmyE3Y
Sponsored Ads
Display Your Ads Hereঅপরদিকে বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ, “তৃণমূলের প্রায় ৩০০ জন কর্মী-সমর্থকরা বিনা নোটিশে পঞ্চায়েতে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ১০০ দিনের কাজের সুপারভাইজারকে নিগৃহীত ও মারধর করেছে। আর এই অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরেই চাঞ্চল্য সৃষ্টি হয় বটুন এলাকায়।
https://www.youtube.com/watch?v=0bZt0DyFQLQ
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=e-iTCXCGP7Y
উত্তেজনার পরিস্থিতি তৈরী হলে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত প্রধান বেছে বেছে বিজেপির কর্মী-সমর্থকদের ইন্দিরা আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছে। পাশাপাশি বিজেপির কর্মী-সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ১০০ দিনের কাজের টাকা বিলি করছে। এই অভিযোগেই আজ তৃণমূল কর্মী-সমর্থকেরা বিজেপির প্রধানকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Here
অপরদিকে বিজেপি প্রধান প্রশান্ত চৌধুরীর বক্তব্য, “তৃণমূলের প্রায় তিন চারশো কর্মী-সমর্থক বিনা প্ররোচনায় পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। এছাড়া তৃণমূলের কর্মী-সমর্থকরা গ্রাম পঞ্চায়েতের ১০০ দিনের কাজের সুপারভাইজার আশীষ বসাককে নিগৃহীত করেও মারধর করে”।
https://www.youtube.com/watch?v=Ggisq0jhRak
এই বিষয়ে ১০০ দিনের কাজের সুপারভাইজার আশিস বসাক জানিয়েছেন, “তিনি ঘরে বসে কাজ করছিলেন সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা এসে নিগৃহীত করে”। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ নস্যাৎ করে বলা হয়েছে যে, এখানে কাউকে মারধর কিংবা নিবৃত্ত করার ঘটনা ঘটেনি তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছেন।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc