অমিত মহন্তঃ গঙ্গারামপুরঃ বাবার বকুনিতে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক কিশোরী। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকাজুড়ে। শনিবার সকালে গঙ্গারামপুর থানার পাটুল এলাকায় ঘটনাটি ঘটেছে।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc
https://www.youtube.com/watch?v=owrdmDsJsB0
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই কিশোরীর নাম সাবনুর ইয়াসমিন। বয়স ১৫ বছর। বাড়ি গঙ্গারামপুর ব্লকের ৪ নম্বর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল এলাকায়। স্থানীয় বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
Sponsored Ads
Display Your Ads Hereপরিবার সূত্রে খবর যে, শুক্রবার রাতে সাবনুর মোবাইল ব্যবহার করছিল। সেইসময় তার বাবা পড়াশোনার কথা বলে বকাবকি করে। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রান্নাঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
https://www.youtube.com/watch?v=dm5cCuP_1Zo
Sponsored Ads
Display Your Ads Hereশনিবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পর পরিবারের সদস্যরা সাবনুরকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাবানুরকে মৃত বলে ঘোষণা করে।
এরপর গঙ্গারামপুর থানার পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা ভালোভাবে খতিয়ে দেখছে।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0