রাজ খানঃ বর্ধমানঃ প্রবল জলের তোড়ে বর্ধমানের ভাতারের কামারপাড়া নারায়নপুর গ্রামে অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় স্থানীয়রা বিপাকে পড়লেন।আর সেতু ভেসে যাওয়ায় পূর্বভাতার ও পশ্চিম ভাতারের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া বর্ধমান শহরের সাথেও এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
https://www.youtube.com/watch?v=o43h63LyEDI
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=CAzc3s35CCY
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে জানা গেছে, এটি ভাতার বর্ধমান ভায়া কামারপুর যাওয়ার প্রধান রাস্তা। এই রাস্তার নারায়ণপুর গ্রামের কাছে পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছিল। তার জন্যই সেতু ভেঙে অস্থায়ীভাবে একটি সেতু নির্মাণ করা হয়েছিলো।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=oe9qrTdPJKM
প্রতিদিন এই রুটেই ৮ থেকে ১০ জোড়া বাস চলাচল করে। তাছাড়া অন্যান্য যানবাহনও যাতায়াত করে। তাই সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। সেতু ভেঙে যাওয়ায় প্রায় ১৫ টি গ্রামের বাসিন্দা সহ নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়েছেন।
https://www.youtube.com/watch?v=R4znP3RXNjE
সেতু ভাঙার খবর পাওয়ামাত্রই ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী ঘটনাস্থলে ছুটে যান। দু’ থেকে এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এলাকার বাসিন্দাদের জানানো হয়।