স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চরকতলা বোয়ালিয়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালো বাবা ও ছেলে। মৃত দু’জনের নাম দুর্যোধন সাঁতরা এবং ছেলে সঞ্জিত সাঁতরা।
https://www.youtube.com/watch?v=XagHluF_srk
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টির মধ্যে টেবিল পাখা থেকে লোহার খাট বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। প্রথমে ছেলে সঞ্জিত বিদ্যুৎপৃষ্ট হয়। স্বামীর এমন অবস্থা দেখে বৌমা ছুটে আসে চিৎকার শুরু করলে ঘুমন্ত অবস্থায় বাবা ছেলেকে বাঁচাতে গেলে দুর্যোধনবাবুও লোহার খাটে বিদ্যুৎপৃষ্ট হন।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=tFkt50LXf_4
আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here