দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ পরিচারিকার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি থেকে টাকা চুরির ঘটনাটি ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুরচর এলাকায় ঘটেছে। কিন্তু দু’ঘণ্টার মধ্যে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ সেই চুরির টাকা উদ্ধার করে বাড়ির কর্তার হাতে তুলে দিলো।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশের কাছ থেকে ওই বাড়ির কর্তা মনোহর লাল চিৎতলাঙ্গীয়া সম্পূর্ণ টাকা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন। জানা গেছে, মঙ্গলবার সকালে মনোহরবাবুর বাড়িতে পরিচারিকার কাজের জন্য এক মহিলা আসেন। মনোহরবাবু ওই মহিলাকে বাড়িতে কাজের জন্য রাখে। এরপর মনোহরবাবু ও তার পরিবারের অনুপস্থিতিতে অভিযুক্ত ওই মহিলা শোবার ঘরের আলমারি থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে পালায়।
Sponsored Ads
Display Your Ads Hereকিছুক্ষণ পর মনোহরবাবু বাড়িতে ঢুকে আলমারি খোলা দেখতে পেয়ে দেখে আলমারির মধ্যে টাকার ব্যাগ নেই। তারপর সাথে সাথেই ইংরেজবাজার থানার পুলিশকে বিষয়টি জানানো হয়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=suIkkXGp6Z4
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই মহিলার নাম সঙ্গীতা চৌধুরী। বাড়ি বালুরচর এলাকায়। ইংরেজবাজার থানা সাদা পোশাকের পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত পরিচারিকা সঙ্গীতা চৌধুরীকে বালুরচর এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে চুরি হয়ে যাওয়া ২ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে প্রকৃত মালিক মনোহরবাবুর উপযুক্ত প্রমাণ দেখে চুরি হয়ে যাওয়া টাকা তার হাতে তুলে দেয়। এর পাশাপাশি সঙ্গীতাকে গ্রেপ্তার করা হয়। মনোহরবাবু এই সম্পূর্ণ টাকাগুলো হাতে পেয়ে পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0