শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার রশিদপুর এলাকায় লোহার দোকানে চুরি করতে গিয়ে এক চোর হাতেনাতে ধরা পড়লো।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের বেলা ওই চোর এক ব্যক্তির টোটো চালিয়ে স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী চিত্তরঞ্জন চকদারের দোকানে লোহার সামগ্রী চুরি করতে আসে। যদিও দোকানদার বিষয়টি লক্ষ্য করে চোরটিকে হাতেনাতে ধরে ফেলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরই স্থানীয় মানুষজন ওই চোরকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি এলাকাবাসীরা চুরি করতে নিয়ে আসা টোটোটি আটক করে রাখে।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=waKl4CsOMpE
Sponsored Ads
Display Your Ads Hereঘটনাটির পর শুক্রবার টোটোর প্রকৃত মালিক টোটো ফেরত নিতে আসলে আবারও এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।