রাজ খানঃ বর্ধমানঃ ইকো রিক্সার ব্যাটারী চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই যুবককে ইলেকট্রিক পোলে বেঁধে গণধোলাই করা হলো।
এই অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো শহর বর্ধমানের ইছলাবাদ ঘোষপাড়া এলাকা।
https://www.youtube.com/watch?v=mHVlbWWVk74
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=HLoutJa4vq4
এলাকাবাসীদের অভিযোগ, “এই লকডাউন পরিস্থিতিতে দুইবেলা দুমুঠো অন্ন জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। এর উপর আবার প্রতিদিনই এলাকার কারো না কারোর ইকো রিক্সার ব্যাটারী চুরি যাওয়ার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
আর গত রাতে ওই দুই যুবক ইকো রিক্সার ব্যাটারী চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। এরপরই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে উঠে ওই দুই যুবককে সকলে মিলে ইলেকট্রিক পোলে বেঁধে প্রচণ্ড মারধর করে”।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবককে উদ্ধার করে।