দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের মার খা, শালুকা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের ঘুম কেড়েছে মেদিনীপুর জঙ্গল থেকে পালিয়ে আসা দলছুট একটি হাতি।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=YvmZtpdVIXY
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু বেলিয়াতোড় রেঞ্জের ভারপ্রাপ্ত অফিসার মইদুল বাবু জানিয়েছেন, “হাতিটির ডান পায়ে বেরি লাগানো আছে। এই বেরি লাগানো হাতিটিকে গ্রামের বেশ কয়েকটি যুবকের নজর পড়েছে। আর হাতিটির আতঙ্কে ঘুম ছুটেছিল। তাদের লাগানো ধান কুমড়ো বিভিন্ন ধরনের সবজি খেয়ে নিচ্ছে। এছাড়া সুযোগ পেলেই রাতের অন্ধকারে গ্রামে খাবারের খোঁজে ঢুকে পড়ছে। গ্রামে খাবার না পেয়ে বাড়ি ঘর দুয়ার ভেঙে ফেলছে। ফলে হাতির হাত থেকে রক্ষা পেতে গ্রামগুলিতে দিনে-রাতে পাহারার কাজ চলছে। তাছাড়াও মানুষকে সাবধান করার জন্য অথবা জঙ্গল পারাপার করার জন্য গ্রামের যুবকেরা সহযোগীতায় নেমে পড়েছে”।
https://www.youtube.com/watch?v=J0MYpq3RcaQ
Sponsored Ads
Display Your Ads Here“বনদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনোভাবে ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে হাতিটিকে বেরি মুক্ত করতে পারা যায়। এরপরে হাতিটিকে আবার জঙ্গলেই আর পাঁচটা হাতির সাথে ছেড়ে দিতে পারবেন বলে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেলিয়াতোড় রেঞ্জের বন বিভাগের কর্মীরা”।